আগরতলা, ১ জুন: আজ প্রদেশ কংগ্রেসের এক্সেটিভ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত ভোট গণনার কৌশল নিয়ে আজকের এই বেঠক বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
এদিন শ্রী সাহা বলেন, ইতিমধ্যে ত্রিপুরায় দুই দফায় লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ৪ জুন ভোট গণনা কেন্দ্রগুলিতে কাউন্টিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে তাঁরা কাজ করবে সেই বিষয়ে আলোচনা হয়েছে।
পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।