পোর্শে কাণ্ডে জড়ালো এনসিপি বিধায়কের নাম, ভিত্তিহীন অভিযোগ, দাবি অজিত পাওয়ারের

পুণে, ১ জুন (হি. স.): পুণেতে পোর্শে কাণ্ডে ঘটনার তদন্তে নেমে আরও চাঞ্চল্যকর তথ্য এল তদন্তকারী আধিকারিকদের হাতে। জানা যাচ্ছে, অভিযুক্ত কিশোরের সাথে যাতে পুলিশ দুর্ব্যবহার না করে তার জন্য নিজের প্রভাব খাটানোর চেষ্টা করেছেন পুণের বিধায়ক সুনীল তিংরে। তিনি অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি-র বিধায়ক। সুনীলের বিরুদ্ধে এই অভিযোগের চরম বিরোধিতা করেছে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি জানিয়েছেন, সুনীল তিংরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন।

উল্লেখ্য, পুণের রাস্তায় বিলাসবহুল গাড়ির ধাক্কায় দু’জনের মৃত্যু হয়। অভিযোগ, ঘটনার সময় মত্ত ছিল কিশোর। সেই তথ্য আড়াল করতে সরকারি হাসপাতালে তার রক্তের নমুনা অন্য কারও সঙ্গে বদলে দেওয়া হয়েছিল বলে আগেই দাবি করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছে সাসুন হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান অজয় তাওরে, চিফ মেডিক্যাল অফিসার হরি হলনোর এবং এক পিয়োনকে। তারপর ওই কিশোরের মা-কেও গ্রেফতার করা হয়।