বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে মগ্ন মোদী, মালা জপ করলেন প্রধানমন্ত্রী

কন্যাকুমারী, ১ জুন (হি.স.): কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ মে সন্ধ্যা থেকে ধ্যান মণ্ডপমে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী মোদী। ১ জুন সন্ধ্যায় ধ্যান ভঙ্গ করবেন তিনি। তার আগে শনিবারও প্রধানমন্ত্রী মোদীকে দেখা গেল ধ্যান মগ্ন অবস্থায়। মালা জপও করেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ রক মেমোরিয়ালের ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসেন মোদী। শনিবার সকালে প্রকাশ্যে আসে কিছু ছবি, তাতে দেখা যায়, পরনে গেরুয়া বসন ও মাথায় তিলক, বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে মগ্ন প্রধানমন্ত্রী মোদী। মালা জপ করেন তিনি। স্বামী বিবেকানন্দকে সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধা জানান।