শিলিগুড়ি, ১ জুন (হি.স.) : শিলিগুড়িতে ফের উদ্ধার লক্ষাধিক টাকার বিদেশী মদ । ঘটনায় গ্রেফতার ২ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি অসম নম্বরের ট্রাক প্রচুর বিদেশী মদ নিয়ে বিহারের উদ্দেশে যাচ্ছিল। বড়গাছের মুনি টি এস্টেটের সামনে আসতেই বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ তল্লাশি চালাতে গিয়ে গাড়ির পেছনে থাকা গোপন চেম্বার থেকে উদ্ধার করে ১৭০৪ বোতল বিদেশী মদ। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৫ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার হয় ইয়াজুল হক ও সামসুল হক নামে দুই পাচারকারী। ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।