প্রতিটি ভোট দেশের দিকনির্দেশনা ও পরিস্থিতি নির্ধারণ করবে : রাঘব চাড্ডা

আনন্দপুর সাহিব, ১ জুন (হি.স.): গণতন্ত্রের বৃহত্তম উৎসবে সামিল হয়ে নিজেও ভোট দিলেন এবং অন্যদেরও ভোট দেওয়ার আহ্বান জানালেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা।” শনিবার সকাল সকাল নিজের ভোট দিয়েছেন রাঘব চাড্ডা। পঞ্জাবের আনন্দপুর সাহিব নির্বাচনী এলাকার অধীনে সাহিবজাদা অজিত সিং নগরের একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন রাঘব চাড্ডা।

ভোট দেওয়ার পর তিনি বলেছেন, “আজ ভারতের মহা উৎসব…নাগরিকদের প্রতিটি ভোট দেশের দিকনির্দেশনা ও পরিস্থিতি নির্ধারণ করবে…আমি প্রত্যেককে নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ করছি।”