গোলাঘাট (অসম), ১ জুন (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত উরিয়ামঘাটের জুরডাঙ্গল গ্রামে বুনো বিষাক্ত মাশরুম খেয়ে মহিলা সহ দুই পরিবারের অসুস্থ আটজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের মধ্যে দুই পুরুষের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
জানা গেছে, ওই দুই পরিবারের সদস্যরা তাদের বাড়ির পেছন থেকে মাশরুম তুলে এনেছিলেন। গতকাল শুক্রবার রাতে মাশরুম দিয়ে রান্না করা তরকারি খেয়ে অসুস্থ হয়ে পড়েন এক এক করে আটজন। অসুস্থদের মধ্যে সাতজনকে গোলাঘাটের শহিদ কুশল কোঁওর অসামরিক হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন ডাক্তাররা।
জুরডাঙ্গল গ্রামের এক পরিবারের চিকিৎসাধীন অসুস্থরা যতাক্রমে ববিতা খাকলারি, চম্পা খাকলারি, সীতা খাকালারি এবং মনীষা খাকালারি। এছাড়া উরিয়ামঘাট বাগানবাড়ির যারা মাশরুম খেয়ে অসুস্থ হয়েছেন তাঁরা হিরামনা গড়, মহেশ্বর গড়, দিলমান গড় এবং লোকেশ্বরী গড়। তাঁদের সকলের চিকিৎসা চলছে।