কেআইআইটি- এর বিশেষ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত

ভুবনেশ্বর, ৩১ মে: প্রতিবছরের মতো এবছরও কেআইআইটি- এর বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কেআইআইটি- এর বিশেষ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ভুবনেশ্বরে। ভারতে নিযুক্ত মঙ্গোলীয় রাষ্ট্রদূত গনবোল্ড ডাম্বাজে সহ বিশিষ্ট বক্তারা শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বিশ্ববিদ্যালয়ের অবদানের প্রশংসা করেন এদিনের অনুষ্ঠানে। 

এদিনের অনুষ্ঠানে মোট ৬৬৫ জন প্রার্থী তাদের ডিগ্রি গ্রহণ করেন। চিকিৎসা ক্ষেত্রে ১৫৮ জন শিক্ষার্থীকে ডিএম, এমডি/এমএস এবং এমবিবিএস ডিগ্রি প্রদান করা হয়েছে।  একইভাবে ৯৪ জন শিক্ষার্থীকে বিডিএস (ডেন্টাল) এবং ৯৬ জন এম.এসসি.  নার্সিং এবং বি এসসি.  নার্সিং ডিগ্রি প্রদান করা হয়েছে। এবছর বিদেশী ছাত্রদের মধ্যে, তিনজন পিএইচ.ডি.  ডিগ্রি, ৪১ জন স্নাতকোত্তর ডিগ্রি এবং ২৭৪ জন স্নাতক ডিগ্রি অর্জন করেছে।