বাঁকুড়া, ৩১ মে (হি. স.) : লরি চাপা পড়ে এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে জয়পুর থানার চাতরা মোড় এলাকা।যান নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনতা মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ শুরু করে।এর ফলে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।পুলিশ অবরোধ তোলার জন্য অনুরোধ করলেও অবরোধকারীরা অনড় থাকেন।অবশেষে পুলিশ লাঠি চার্জ করে অবরোধ হঠিয়ে দেয়।এই ঘটনায় সারা চাতরা এলাকায় জোর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা গেছে শুক্রবার সকালে চাঁতরার পাল্লা গ্ৰামের একাদশ শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী মন্ডল কম্পিউটার ক্লাস শেষে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে দুরন্ত গতিতে আসা একটি লরি তাকে চাপা দেয়।ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।এই ঘটনার পরই স্হানীয় অধিবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।যান নিয়ন্ত্রণের দাবীতে অবরোধ শুরু করে।