ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অভিনন্দন বার্তা এসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকারের প্রতি প্রেরিত এক অভিনন্দন বার্তায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে আগামী দিনে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আরও সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাবে বলে শুভেচ্ছা জ্ঞাপন করেন। মুখ্যত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালন কমিটি গঠিত হওয়ার প্রেক্ষাপটে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের ঐক্য, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বাতাবরণের ভূয়ষী প্রশংসা করে আগামী দিনেও তা জারি রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। টিএফএ-র সভাপতি প্রণব সরকার, উনার পুরো টিম নিয়ে যেভাবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন কে বিশেষ করে ত্রিপুরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দৃঢ় সংকল্প হয়ে কাজ করছেন সে বিষয়েও তিনি দৃঢ়তার সঙ্গে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।