পান ও সুপারী চাষীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন, ১৩ দফা দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভা

আগরতলা, ৩১ মে: ত্রিপুরায় প্রায় ২৫ হাজার পান ও সুপারী চাষী রয়েছেন। বর্তমানে তাঁরা বিভিন্ন সমস্যার সম্মুখীন। কিন্তু উদ্বেগের বিষয়, গত ৬ বছরে রাজ্য সরকারের তরফ থেকে কোনো সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়নি। তাই সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট ১৩ দফা দাবি জানানো হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর।

এদিন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর বলেন, পান ও সুপারী চাষ একটি অর্থকরী ফসল। রাজ্যের বিভিন্ন জায়গায় পান ও সুপারী চাষ হয়ে থাকে। কিন্তু বর্তমানে পান ও সুপারী চাষীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন। সুপারী রাজ্যে ও বহিরাজ্যে বিক্রি করা সম্ভব হচ্ছে না। কিন্তু উদ্বেগের বিষয়, গত ৬ বছরে বিজেপি সরকারের তরফ থেকে চাষীদের সহযোগিতা করার কোনো উদ্যোগ গ্রহণ করে নি। তাই সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট ১৩ দফা দাবি জানানো হয়েছে।                                

দাবিগুলো হল, পানচাষীদের সহজ সর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা হোক, সরকারী উদ্যেগে পান চাষে সহায়তা করা,রেগা প্রকল্পে নতুন পান বরজ গড়ে তোলা হোক, ঝড় ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতি গ্রস্ত পান চাষীদের সহায়তা করা, পানের প্রশিক্ষন এবং গবেষনার কেন্দ্র স্থাপন করা, আগরতলায় সমবায়ের মাধ্যমে পান বিক্রয় কেন্দ্র স্থাপন করতে হবে। পানের আড়ৎ স্থাপন করা হোক। পাশাপাশি বিনা মুল্যে পানচাষীদের খৈল, সার, কীটনাশক বি,এল, ডাব্লউ স্টোরের মাধ্যমে সরবরাহ করা হোক,  ফরেষ্টের কাছ থেকে ছন ও বাশের মাশুল ছাড় দেওয়া হোক, পানচাষীদের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির আওতায় আনা,  পান চাষীদের জন্য সবজী চাষীদের মত গ্রীন হাউস বিনা মূল্যে তৈরী করে দেওয়া, সুপারী চাষ সম্প্রসারনে দপ্তরে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া ,সুপারী রাজ্যে ও বহিরাজ্যে বিক্রি করতে সরকারকে সহায়তা করতে হবে এবং উন্নত মানের সুপারীর চারা দপ্তর থেকে বিনা মূল্যে দেবার ব্যবস্থা করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *