৮.৬৭ মিটার ওপর দিয়ে উমরাংসোর কপিলি জলবিদ্যুৎ প্রকল্পে বইছে জল- প্রতি সেকেন্ডে ৩৮০৫ কিউবিক মিটার জল ছেড়েছে নিপকো, বিপদের আশংকা

– প্লাবিত ডিমা হাসাও জেলার থাইজোয়ারি ও দিয়ুংব্রা

হাফলং (অসম), ৩০ মে (হি.স.) : বিপদ বাড়ছে উমরাংসোর কপিলি জলবিদ্যুৎ প্রকল্পের খানডং ড্যামের। কপিলি জলবিদ্যুৎ প্রকল্পের জলাশয়ে ক্ষমতার চেয়ে বেশি জল জমা হওয়ায় বিপদের আঁচ করে ‘নর্থ-ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড’ (নিপকো) কর্তৃপক্ষ খানডং ড্যামের সাতটি গেট খুলে দিয়েছেন। ফলে কপিলি জলবিদ্যুৎ প্রকল্পের জলাশয়ে ক্ষমতার থেকে ৮.৬৭ মিটার উচ্চতা দিয়ে জল প্রবাহিত হচ্ছে। তাই প্রতি সেকেন্ডে ৩৮০৫ কিউবিক মিটার জল ছেড়ে দিয়েছে নিপকো। এর জেরে উমরাংসোর লংকুতে এপিজিসিএল অসম বিদ্যুৎ উৎপাদন সংস্থার নির্মীয়মাণ ১২০ মেগাওয়াট লংকু জলবিদ্যুৎ প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়েছে।

তাছাড়া লংকু জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টির দরুন কপিলি জলবিদ্যুৎ প্রকল্পের জলস্তর ব্যাপক হারে বেড়েছে।

এদিকে নিপকো জল ছেড়ে দেওয়ায় বন্যার কবলে পড়েছে ডিমা হাসাও জেলার থাইজোয়ারি ও দিয়ুংব্রার নিচু এলাকা। বন্যার কবলে পড়ে লংকা-হাফলং সড়কপথ বন্ধ হয়ে গেছে। তাছাড়া, দিয়ুং নদীর জলস্তর বেড়ে যাওয়ায় লাংজিং নালা দিয়ে জল প্রবাহিত হয়ে নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে গেছে। ফলে শতাধিক বসতঘর এখন জলের তলায়।

থাইজোয়ারি ও দিয়ুংব্রা এলাকা বন্যার কবলে পড়ায় দিয়ুংব্রা ডিসমাও নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং জেবি হাগজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুটি ত্রাণ শিবির খুলেছে ডিমা হাসাও জেলা প্রশাসন। ওই দুটি ত্রাণ শিবিরে শতাধিক গৃহহীন পরিবার আশ্রয় নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *