জম্মু, ৩০ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের আখনুরে গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়াও কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে জম্মু জেলার আখনুরের চুঙ্গি মোড় এলাকায়। জম্মু-পুঞ্চ হাইওয়ে থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি।
পুণ্যার্থীদের নিয়ে যাচ্ছিল বাসটি, আচমকাই পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২১ জনের, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল ২৯ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেছে। জম্মু ও কাশ্মীরের ট্রান্সপোর্ট কমিশনার রাজিন্দর সিং তারা বলেছেন, আখনুরের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২১ জনের, এছাড়াও ২৯ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা।