নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩০ মে: দীর্ঘ কয়েকদিন বিদ্যুৎ পরিষেবা না পেয়ে পথ অবরোধে বসলো স্থানীয় লোকজনেরা।
ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার পশ্চিম চড়কবাই মগ পাড়ার লোকজনেরা দীর্ঘ কয়েকদিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা না পেয়ে বৃহস্পতিবার পশ্চিম চরচবাই বাজার সংলগ্ন এলাকায় বাইখোড়া মুহুরীপুর যাতায়তের রাস্তা অবরোধে বসে।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিতহয় বাইখোড়া থানার পুলিশ ও স্থানীয় নেতৃত্বরা। সকলের উপস্থিতিতে দীর্ঘ একঘন্টা পথ অবরোধ চলার পর পথ অবরোধ মুক্ত করে স্থানীয় লোকজনেরা। সকলের আশ্বাসে আজকের এই অবরোধ তুলে নেওয়া হয়।
দ্রুততার সহিত এলাকায় বিদ্যুৎ না পৌঁছানো হলে এলাকাবাসীরা আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানান। এখন দেখার বিষয় এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।