চান্দাউলি, ৩০ মে (হি.স.): লোকসভা ভোটে ৪০০ আসনে জিতবে এনডিএ। আশাবাদী প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। তিনি বলেছেন, এনডিএ ৪০০টিরও বেশি আসন জিতেছে এবং আমি এ ব্যাপারে নিশ্চিত। লোকসভা নির্বাচনের সপ্তম দফার প্রচার পর্ব শেষ হয়েছে বৃহস্পতিবার।
এদিন উত্তর প্রদেশের চান্দাউলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ সিং একপ্রকার দাবি করে বলেছেন, এনডিএ ৪০০টিরও বেশি আসন জিতেছে এবং আমি এ ব্যাপারে নিশ্চিত। রাজনাথ আরও বলেন, ইন্ডি জোটের ক্ষতি নিশ্চিত। তাঁরা কখনই একত্রে ছিল না, তাঁরা কেবল নিজেদের স্বার্থে জোট গঠন করেছে।”