নৈনিতাল, ৩০ মে (হি.স.): উত্তরাখণ্ডের নৈনিতালের কাইঞ্চি ধামের নিম করোলি বাবা মহারাজ মন্দিরে প্রার্থনা করেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়৷ বৃহস্পতিবার যথোচিত ধর্মীয় মর্যাদায় কাইঞ্চি ধামের নিম করোলি বাবা মহারাজ মন্দিরে প্রার্থনা করেছেন উপ-রাষ্ট্রপতি ধনখড়, পুজো দেন উপ-রাষ্ট্রপতির স্ত্রীও। পূজার্চনা করার পর ধনখড় বলেছেন, “এটাই ‘দেবভূমি’, ভারত মহাপুরুষের ভূমি।”
উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, “ভারতবর্ষের সংস্কৃতি বিশ্বে অতুলনীয়। অন্য কোনও দেশের ৫০০০ বছরের সাংস্কৃতিক ঐতিহ্য নেই। ভারত সমগ্র বিশ্বকে নিজস্ব পরিবার বলে মনে করে,০ এমন জায়গায় আপনারা আত্মাকে খুঁজে পাবেন।”