হিন্দু-মুসলিম বিয়ে বৈধ নয়, জানাল মধ্যপ্রদেশ হাইকোর্ট

ভোপাল, ৩০ মে (হি. স.): মুসলমান পুরুষ এবং হিন্দু মহিলার বিয়ে ইসলামিক আইনে বৈধ নয়। এমনই জানাল মধ্য়প্রদেশ হাইকোর্ট। মধ্য়প্রদেশ হাইকোর্টের তরফে জানানো হয়েছে, একজন মুসলমান পুরুষ এবং একজন হিন্দু মহিলার বিয়েকে অনিয়মিত বিবাহ হিসেবে গণ্য করা হয়। হিন্দু মহিলা এবং মুসলমান পুরুষের বিয়ে যদি বিশেষ বিবাহ আইনের অন্তর্গত হয়, তা হলেও তা আইনি বৈধতা পাবে না বলে মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফে জানানো হয়।

হাইকোর্টের মন্তব্য, ইসলামিক আইন অনুসারে, এমন একজন মহিলা যিনি মূর্তি পুজো করেন বা অগ্নির উপাসক তাঁর সঙ্গে একজন মুসলমান পুরুষের বিবাহ স্বীকৃত নয়। বিবাহটি বিশেষ বিবাহ আইনের অধীনে নিবন্ধিত হলেও এই বিয়ে স্বীকৃত নয়।