আগরতলা, ৩০ মে : আদালত চত্বরে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার আক্রান্ত ও হেনস্তার অভিযোগ উঠেছে।বিদ্যুতের দাবিতে অবরোধ ও বিক্ষোভের কর্মসূচিতে আইনজীবীর দ্বারাই তাঁর আক্রান্ত ও হেনস্তার অভিযোগে প্রতিবাদে সরব হয়েছে ইঞ্জিনিয়ার ফোরাম। পরর্বতী সময়ে ফোরামের তরফ থেকে বিদ্যুৎ নিগমে ডেপুটেশন প্রদান করা হয়েছে।
এদিন জনৈকা ইঞ্জিনিয়ার অভিযোগ করেন,আদালত চত্বরে আইনজীবী ছাড়াও বিভিন্ন দফতরের কর্মীরা উপস্হিত ছিলেন। সেখানেই আইনজীবিদের হাতে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার অপু পাল আক্রান্ত হয়েছেন। ওই ইঞ্জিনিয়ারের দাবি, গতকালের ঘটনা পূর্ব পরিকল্পনার পরিণতি। এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে ইঞ্জিনিয়ার ফোরাম।
এদিন জনৈকা ইঞ্জিনিয়ার বিরক্তির সুরে বলেন, ঝড়বৃষ্টির পর বিদ্যুৎ পরিষেবা সাথে সাথে প্রদান করা সম্ভব নয়,জনগণকে বুঝতে হবে। কারণ, বিদ্যুৎ পরিষেবা প্রদানে নানা প্রযুক্তিগত সমস্যা সমাধানের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। তাঁর দাবি, ঝড়বৃষ্টির পর বিদ্যুৎ কর্মীদের প্রথমে ১১০০০ ভোল্টের লাইন সারাইয়ের নির্দেশ দেওয়া থাকে। এরপর তাঁরা এলটি লাইন সারাই যেতে পারেন। স্বাভাবিক তাতে অনেকটা সময়ের প্রয়োজন হয়।
তিনি জোর গলায় দাবি করেন, এমন কোনো রাজ্য নেই যেখানে ঝড়বৃষ্টির পর পরেরই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব। কারণ, ঝড়বৃষ্টির প্রভাবে বিদ্যুৎ পরিষেবা বির্পযস্ত হয়ে পড়ে।