পাটনা, ২৯ মে (হি.স.): বিহারের শেখপুরা-সহ রাজ্যের বিভিন্ন স্থানে অত্যধিক গরম ও দাবদাহে অসুস্থ হয়ে পড়েছে বহু শিশু। বুধবার শেখপুরার একটি স্কুলে তাপপ্রবাহের জন্য বেশ কিছু পড়ুয়া জ্ঞান হারিয়ে ফেলে। পরে পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়। শেখপুরা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ রজনীকান্ত কুমার বলেছেন, “তাপমাত্রা বৃদ্ধির কারণে শিক্ষার্থীরা অসুবিধার সম্মুখীন হচ্ছে। এখানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখন স্থিতিশীল।”
আরও এক চিকিৎসক ডাঃ সত্যেন্দ্র বলেন, “শিক্ষার্থীদের সবসময় হাইড্রেটেড থাকতে হবে। তাঁদের যতটা সম্ভব জল পান করা উচিত। গরমে বাইরে না আসার পরামর্শ দেওয়া হচ্ছে। সব শিক্ষার্থীর নিজের সঙ্গে জলের বোতল রাখা উচিত।” স্কুলের প্রধান শিক্ষক সুরেশ প্রসাদ বলেছেন, “প্রচণ্ড গরমে প্রার্থনার সময় ৬-৭ জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি। শিক্ষার্থীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে।”
এদিকে, বিহারের বিভিন্ন স্কুলে গরমে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় নীতীশ কুমার সরকারকে আক্রমণ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেছেন, “বিহারে সরকার ও গণতন্ত্র নেই, শুধুই আছে আমলাতন্ত্র। মুখ্যমন্ত্রী এতটাই দুর্বল যে স্কুলের সময় নিয়েও কেউ তাঁর কথা শোনে না। তাপমাত্রা ৪৭ ডিগ্রি, লু বইছে, অন্তত ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা শিথিল হওয়া উচিত। বিহারে স্কুলের পরিকাঠামো ভালো নয়… কিন্তু, মুখ্যমন্ত্রীর হাতে কিছুই নেই।”