আগরতলা, ২৯ মে: কৈলাসহরের মূল শহর এলাকায় মনু নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বসত ঘর। প্রশাসন নিরব দর্শক।
গত তিন দিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছিলো মনু নদী, আর তাতে কৈলাসহর পুর পরিষদের দশ নং ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসত ঘর গ্রাস করে নিয়েছে মনু নদী। আর তাকে কেন্দ্র করে যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। মনু নদীর ভাঙ্গন রুখতে ও বসত বাড়িগুলো রক্ষা করার জন্য প্রশাসনের এখন পর্যন্ত কোন ভূমিকা নেই বললেই চলে। অসহায় পরিবার গুলোর অবস্থা বর্তমানে খুবই করুন। পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মান করার মত ক্ষমতা তাদের নেই। প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের। সেই ধারা এখনো চলছে। তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপ ভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয়। এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘রিমালের তাণ্ডবলীলায়।
ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের পুর পরিষদ এলাকার গোবিন্দপুর এলাকার বাসিন্দা সবিতা সরকার, মানিক সরকার, রীণা সরকার সহ আরও কয়েকজনের বসত ঘর তলিয়ে যাচ্ছে মনু নদীর গর্ভে।বর্তমানে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে ভাবছেন কিভাবে আবার তৈরী করবেন স্বপ্নের মহল।