আগরতলা, ২৯ মে: বিদ্যুৎ পরিষেবায় নাজেহাল রাজ্যবাসী। কিন্তু বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ দপ্তর এই ব্যাপার নিয়ে সম্পূর্ণ উদাসীন। তাই বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। পরর্বতী সময়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।
জনৈক আন্দোলনকারী বলেন, বিদ্যুৎ পরিষেবায় অন্ধকারাচ্ছন্ন রাজ্য।রাজ্যের প্রতিটি এলাকায় প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্নতায় অতীষ্ট হয়ে ওঠেছে জনজীবন নাজেহাল। কিন্তু বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ দপ্তর এই ব্যাপার নিয়ে সম্পূর্ণ উদাসীন। তাই এরই প্রতিবাদে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেসের তরফে শহরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
এদিনেট মিছিলটি কংগ্রেস ভবন থেকে বের হয়ে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে ভুতুড়ে বিদ্যুৎ দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে এক প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন।