বিকল ট্রান্সফরমারের কারণে বন্ধ মনুভ্যালি বাগানের চা প্রক্রিয়াকরণ,  বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে তালবাহানার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৯ মে: বিদ্যুতের অভাবে মনুভ্যালি চা বাগানে চা উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। প্রায় দুমাস ধরে এলাকার ট্রান্সফরমারটি বিকল হয়ে থাকায় চা প্রক্রিয়াকরণ মেশিনটি চালানো সম্ভব হচ্ছে না। তাতে মারাত্মক ক্ষতির সম্মুখীন চা বাগান কর্তৃপক্ষ। এর প্রভাব পড়েছে ছোট ছোট চা বাগান মালিকসহ শ্রমিকদের উপরও। এ নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

বেহাল বিদ্যুৎ ব্যবস্থা মনুভ্যালী চা বাগানে। একটি ট্রান্সফমার বিকল হয়ে আছে দীর্ঘ দিন যাবত। মেরামত বা বদল করে দেবে বলে সাঁই কম্পিউটার তালবাহানা করছে। জানা যায় গত ৫ই এপ্রিল ট্রান্সফমারটি বিকল হয়ে পড়ে আছে। চা তৈরির মেশিনও চালানো সম্ভব হচ্ছে না। ট্রান্সফরমারটি মেরামত করে দিতে সাঁই কোম্পানীর একজন সিনিয়র অফিসারকে অনুরোধ জানায় বাগান কর্তৃপক্ষ। কিছু দিন পর বিদ্যুৎ কর্মীরা ট্রান্সফরমারটি মেরামতের জন্য নিয়ে আসে। তারও কিছুদিন পর ফের সিনিয়র অফিসারের সাথে কথা বললে তিনি বলেন যে হাওর বাজার এলাকায় শিশির নন্দীর ওয়াকশপ থেকে এনে দেওয়া হবে।

মনুভ্যালী বাগান কর্তৃপক্ষ শিশির নন্দীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন সাঁই কোম্পানীর কাছে আমি বকেয়া অনেক টাকা পাওনা আছি ।তাই দিতে পারবো না। আবার বাগান কর্তৃপক্ষ  দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসারের সাথে কথা বললে এবারে তিনি বলেন যে আমবাসা থেকে এনে দেওয়া হবে। এদিকে বাগান কর্তৃপক্ষ এবারে সাঁই কোম্পানীর সিনিয়র ইন্জিনিয়ার অজয় সিং কে বলেন ঘটনাটি। তিনি বলেন ২৪মে ট্রান্সফরমারটি লাগিয়ে দেওয়া হবে। কিন্তু কোথায় কি। সাঁই কোম্পানীর এ জাতীয় রসিকতার নাজেহাল অবস্থা বাগান কর্তৃপক্ষ।

মনুভ্যালী চা বাগানে কৈলাসহরে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল পরিশোধ করে। তাদের বকেয়া বিলও বাকী নেই। এমতাবস্থায় বাগান কর্তৃপক্ষ বিপাকে পড়েছে। শত শত কেজি কাঁচা চা পাতা বাগানে নষ্ট হচ্ছে। এই অবস্থায় ছোট চা চাষিদের কাছ থেকে এখন আর কাঁচা চা মনুভ্যালী কিনছে না। বিপাকে ছোট চা চাষীরাও। শুধুমাত্র সাঁই কোম্পানীর রসিকতার বিপদের মুখে বাগান কর্তৃপক্ষ। এ সংবাদ জানান বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রবীর দেব। সবমিলিয়ে বাগানের উৎপাদন ও মুখ থুবড়ে পড়ে আছে।