দৌসা, ২৯ মে (হি.স.): রাজস্থানের দৌসা জেলায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন যাত্রী। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটজনক। উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে জয়পুরে যাচ্ছিল বাসটি, বুধবার দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওপর বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
দৌসা জেলা হাসপাতালের ডিউটি অফিসার ডাঃ মহেন্দ্র মীনা বলেছেন, দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে হরিদ্বার থেকে জয়পুরগামী একটি বাস উল্টে প্রায় ২৪ জন আহত হয়েছেন এবং দু’জন গুরুতর আহত হয়েছেন। বাসের চালক ঘুমিয়ে পড়েন, তাই দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর আহতদের জয়পুরে রেফার করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে এক্সপ্রেসওয়ের ১৬৫ নম্বর পয়েন্টের কাছে।