প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য আবেদন ৭০ ঊর্ধ্ব বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে: জীবনের ঝুকি নিয়ে পরিবার সহ জরাজীর্ণ ঘরে  বসবাস করছেন বিষ্ণু সিং। কিন্তু মিলল না সরকারি আবাস।
জানা যায় বামুটিয়া ব্লকের অধীন তালতলা পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের লেবার বস্তির বাসিন্দা বিষ্ণু সিং,তার ছেলে বীপল সিং ও বীপল সিংয়ের স্ত্রী প্রায় ভঙ্গুর অবস্থার মাটির ঘরে বসবাস করছেন দীর্ঘ দিন যাবত। সরকার গেল সরকার এলো কিন্তু বিষ্ণু সিংয়ের কপালে জুটলনা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। একাধিকবার পঞ্চায়েত প্রধান ,স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে,কাগজ পত্র দিয়েও কোনো কাজ হয়নি।

বর্তমানে প্রায় ৭০ ঊর্ধ্ব বিষ্ণু সিংয়ের মাটির ঘর বিপদজনক অবস্থায় রয়েছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে সেই ঘর। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা তাই বিষ্ণু সিংয়ের ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *