রেমালের প্রভাব, গোটা কল্যাণপুর জুড়ে প্রভাবিত জনজীবন

কল্যাণপুর, ২৮ মে :রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে সাথে কল্যাণপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে রেমালের প্রভাবে কাল থেকে অনবরত বৃষ্টি চলছে। বলতে দ্বিধা নেই নিরন্তর ভাবে চলতে থাকা এই বৃষ্টির পরিপ্রেক্ষিতে গোটা কল্যাণপুরের ব্যাপক অংশে জনজীবন দারুণভাবে প্রভাবিত হয়েছে। খোয়াই নদীর জলস্ফীতির ফলে নদী সংলগ্ন বিভিন্ন এলাকার বিরাট সংখ্যক কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে, একাধিক এলাকার ব্যাপক সংখ্যায় পুকুরের জলস্থর বৃদ্ধি পেয়েছে, এর ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন ছোট বড় পুকুরের মাছগুলো নানান ভাবে বেরিয়ে পড়ছে।

এই পরিপ্রেক্ষিতে একদিকে যেমন কৃষকরা তাদের কৃষি জমি বা ফসল নিয়ে চিন্তায় রয়েছেন, ঠিক এর পাশাপাশি যারা মৎস্য চাষকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করছেন তারাও এই সময়ের মধ্যে রীতিমতো আতঙ্কে রয়েছেন বলা যায়।
কল্যাণপুর এলাকার অন্তর্গত ঘিলাতলী, পশ্চিম ঘিলাতলী, দক্ষিণ ঘিলাতলি, দক্ষিণ দুর্গাপুরের একটা অংশ, শান্তিনগরের কিছু অংশ, কুঞ্জবন , উত্তর কমলনগর ইত্যাদি এলাকার বিস্তীর্ণ অংশে এই বর্ষণমুখর পরিস্থিতি স্পষ্টত ধরা পড়ে। শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত আপাতত বৃষ্টি বন্ধ হলেও আকাশে মেঘের ঘনঘটা রয়েছে। এদিকে মহকুমা প্রশাসন থেকে সার্বিক পরিস্থিতিতে সজাগ এবং সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আবেদন জানানো হয়েছে। গোটা কল্যাণপুরের পরিপ্রেক্ষিতে দাবি করা যায় বর্ষণমুখর পরিস্থিতি তৈরি হলেও সার্বিকভাবে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণেই।

এদিকে রেমালের প্রভাবে গোটা কল্যাণপুর জুড়ে গ্রাম থেকে মিনি শহর কল্যাণপুর প্রায় সব জায়গাতেই পথ ঘাটে যানবাহনের সংখ্যা যেমন কম পরিলক্ষিত হচ্ছে, ঠিক এর পাশাপাশি সার্বিক দিক থেকেই আর্থসামাজিক ব্যবস্থার উপর বিশেষ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। স্বাভাবিক কারণেই বিদ্যুৎ সমস্যা আরও তীব্র আকার ধারণ করছে, এখন দেখার পরিস্থিতি এখনই করতে কবে স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *