ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রত্যাশিতভাবেই দুই মাঠের কোথাও বল গড়ায়নি। খেলা হয়নি। প্রথম দিনের খেলা দুই মাঠেই ওয়াশ্ড আউট। এখন দেখার বিষয়, আগামীকাল কি হয়। ঘূর্ণিঝড় রেমেল এখন ইতিহাস। মাঠ খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবে কিনা তা সময়েই বলবে তবে দুই ম্যাচ ঘিরে চার দলেরই ঝুঁকি কিন্তু অনেকটা বেড়ে গেলো। টিআইটি গ্রাউন্ডে হার্ভে ও পোলস্টার এর ম্যাচ। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে কসমোপলিটন ও চলমান সংঘের খেলা। সারাদিন খেলার সুযোগ পাওয়া গেলে, মোট ৯০ ওভারের মধ্যে দু-দল দুই ইনিংস করে খেলতে না পারার সম্ভাবনাটাই বেশি। তারপরও মনে করা হচ্ছে প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য প্রতিটি দলই বুদ্ধি করে খেলবে। কোনও দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিলে ব্যাট চালিয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইনিংস ঘোষণার মাধ্যমে প্রতিপক্ষের হাতে ব্যাট ছেড়ে দিলে দায়িত্ব সামলাতে হবে বোলারদের। হিসেব-নিকেশ করে কোন্ দল কেমন খেলে সেটাই এখন দেখার বিষয়। কেননা, প্রথম ইনিংসের রানের হিসাব অসম্পূর্ণ থাকলে অমীমাংসিত ম্যাচের নিরিখে প্রতি দল দুই করে পয়েন্ট পেয়ে যাবে। প্রথম রাউন্ডের খেলায় অমীমাংসিত দুটি ম্যাচের নিরিখে চলমান সংঘ হার্ভের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট পেয়েছিল। হার্ভের ঝুলিতে এক পয়েন্ট। একইভাবে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে কসমোপলিটন প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট পেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। টিসিএ আয়োজিত এ ডিভিশন সুপার ফোর ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ম্যাচ ৩১ মে ও পয়লা জুন এমবিবি স্টেডিয়ামে হার্ভে খেলবে কসমোপলিটনের বিরুদ্ধে। টিআইটি গ্রাউন্ডে পোলস্টার ও চলমান সংঘ পরস্পরের মুখোমুখি হবে।