শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, ৭৬ মিলিমিটার বৃষ্টিতে ভিজল কলকাতা

কলকাতা, ২৭ মে (হি.স.): শক্তি হারিয়ে ”রেমাল” এখন সাধারণ ঘূর্ণিঝড়! হারিয়েছে শক্তি, পরিণত হয়েছে সাধারণ ঘূর্ণিঝড়ে। রেমাল-এর তান্ডবে রাতে কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৬ মিলিমিটার। সোমবার সকালেও বৃষ্টি চলছে, তবে হালকা। ঘূর্ণিঝড়ের জেরে কলকাতায় ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া।

রাতভর বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতার একাংশ। নানা জায়গায় ছিঁড়ল বিদ্যুতের তার। বিদ্যুতের খুঁটি উপড়েও বিপর্যয় বিভিন্ন জায়গায়। কলকাতার পার্কসার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুর-সহ নানা স্থানে হাঁটুজল জমে। রেমালের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ বহু রাস্তাঘাট। বিদ্যুতের তার, খুঁটি ছিঁড়ে নানা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন।

সোমবার সকালে বৃষ্টি হলেও কলকাতায় ঝড়ের দাপট সেই অর্থে নেই। তবে এখনও ঝোড়ো হাওয়া বইছে ফ্রেজারগঞ্জ ও বকখালিতে। বৃষ্টি হচ্ছে ক্যানিংয়ে। সোমবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, কুলতলি বিদ্যুৎবিচ্ছিন্ন। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। গাছ ভেঙে পড়ে বিপর্যস্ত সাগরদ্বীপ। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।