বাসের উপরে উঠলো ট্রাক, মৃত ১১, আহত কমপক্ষে ১০

লখনউ, ২৬ মে (হি. স.): বাসের উপরে উঠে গেল ট্রাক। চাপা পড়ে মৃত্যু হল ১১ জন যাত্রীর। আহত কমপক্ষে ১০ জন।

জানা গেছে, শনিবার রাতে উত্তর প্রদেশের শাহজাহানপুরে একটি বাস-ট্রাকের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ধারে ধাবায় দাঁড়িয়ে থাকা বাসের উপরে উঠে যায়। চাপা পড়ে মৃত্যু হয় ১১ জনের। জানা গিয়েছে, বাসটিতে পুণ্যার্থীরা ছিলেন। তারা সকলে সীতাপুরের বাসিন্দা। উত্তরাখণ্ডে তীর্থ ভ্রমণের জন্য যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আশেপাশের লোকজন ও ক্রেনের সাহায্যে উদ্ধারকাজ শুরু করা হয়। বাসে অনেক শিশু ও মহিলাও ছিলেন বলে জানা গিয়েছে।