নিখোঁজ মেয়েকে ফিরে পেতে থানায় দারস্থ অসহায় মা

আগরতলা, ২৫ মে: ঊনকোটি জেলার কৈলাশহরে এক দ্বাদশ পরীক্ষার্থী নিখোঁজ হয়ে গেছে।এ ব্যাপারে পরিবারের তরফ থেকে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে। 

জানা গিয়েছে, চন্ডিপুর ব্লকের চন্ডিপুর গ্রাম পঞ্চায়তের বিজিতনগর ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মমতা বেগমের ১৯ বছরের মেয়ে ময়ূরী বেগম স্কুলে যাবার নাম করে দুপুর বেলা তার নিজ ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু ময়ূরী বেগম বাড়িতে ফিরে আসে নি। অনেক খোঁজাখুঁজি করার পর ময়ূরী বেগমের পরিবারের লোকেরা ময়ূরী বেগমের কোন হদিস না পেয়ে শনিবার দুপুর বেলা কৈলাশহর মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তবে ময়ূরী বেগম কি কারনে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল সেই বিষয়ে কিছু জানা যায়নি। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ময়ূরী বেগমের মা মমতা বেগম বলেন, তাঁর  মেয়ে চলতি বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয় এবং ময়ূরী বেগম তার পরিবারের লোকদের বলে তার পরীক্ষার ফল দেখার জন্য স্কুলে যাচ্ছে। সে শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল  স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল। কিন্তু এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসে নি ময়ূরী বেগম। ময়ূরী বেগমের সঙ্গে থাকা মোবাইল ফোনটি সুইচ অফ। ব্যাপারে তদন্ত শুরু করেছে কৈলাশহর মহিলা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পেছনে প্রণয় ঘটিত কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *