ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ধর্মনগরের সাখাওয়াত হোসেন আপাতত শীর্ষস্থানে। তাও এককভাবে ৮ রাউন্ডের খেলা শেষে অপরাজেয় ভূমিকায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে। শুক্রবারে পাঁচ রাউন্ডের খেলা শেষেই আঁচ করা সম্ভব হয়েছিল রাজ্য দাবায় শীর্ষ তালিকার নামে এবার নতুন নাম উঠে আসছে। তিন দিনে ইতোমধ্যে ৮ম রাউন্ডের খেলা শেষ হয়েছে। অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন আয়োজিত ৫০ তম ত্রিপুরা রাজ্য সিনিয়র ওপেন ফিডে রেটিং চেস সিলেকশন টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষে এনএসআরসিসি-র ইনডোর হলে এবারকার সুবর্ণ জয়ন্তী বর্ষের ওপেন দাবা টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ১৬০ জন দাবারু অংশ নেবে বলে নাম এন্ট্রি নিলেও শেষ সময় পর্যন্ত ১৫০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চারদিনে মোট ১০ রাউন্ডের খেলা। বুধবার থেকে শুরু হয়ে তিনদিনে ৮ রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে। আগামীকাল অন্তিম দিনে দুই রাউন্ডের খেলা হবে। ৮ম রাউন্ডের খেলা শেষে ধর্মনগরের সাখাওয়াত হোসেন সাড়ে সাত পয়েন্ট পেয়ে এককভাবে শীর্ষে রয়েছে। পরবর্তী তিনজন দিগন্ত রায়, অগ্রজিৎ পাল ও কিংকর রায় সমসংখ্যক সাড়ে ছয় করে পয়েন্ট পেলেও ভোকলসে তারা যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শীর্ষে রয়েছে। ছয় করে পয়েন্ট পেয়ে প্রসেনজিৎ নমঃশূদ্র, উমাশঙ্কর দত্ত। কিংশুক দেবনাথ সোমরাজ সাহা আরাধ্যা দাস দিব্যজ্যোতি সরকার অভিজ্ঞান ঘোষ সুব্রত চক্রবর্তী সাক্ষ্য সিংহ মোদক প্রদীপ কুমার দেবনাথ প্রত্যেকে এগিয়ে আসার চেষ্টা করছে। মহিলা দাবারুদের মধ্যে ৮ রাউন্ড শেষে ৯ নম্বর স্থানে আরাধ্যার পর ২৫ নম্বর স্থানে দেবলীনা কুণ্ডু এবং ৩০ নম্বর স্থানে সুলেখা দাস খেলছে।