পুণ্যার্থীবোঝাই হেলিকপ্টারে বিপত্তি, কেদারনাথ হেলিপ্যাডে জরুরি অবতরণ

কেদারনাথ, ২৪ মে (হি.স.): কেদারনাথে ত্রুটি দেখা গেল পুণ্যার্থীবোঝাই হেলিকপ্টারে। উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই দুলতে থাকে হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারে পাইলট-সহ ৭ জন ছিলেন বলে জানা গিয়েছে। তৎক্ষণাৎ কেদারনাথ হেলিপ্যাডে ওই হেলিকপ্টার ল্যান্ড করে, বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পায় হেলিকপ্টারটি।
শুক্রবার সকালে পুণ্যার্থীদের নিয়ে রওনা হওয়ার কথা ছিল একটি হেলিকপ্টারের। কিন্তু, টেক–অফ করা মাত্রই কোনও ত্রুটি দেখা দেয়, এরপর হেলিকপ্টারটি দুলতে থাকে। কোনও রকম ঝুঁকি না নিয়ে হেলিকপ্টারটি কেদারনাথ হেলিপ্যাডে জরুরি অবতরণ করে। হেলিকপ্টারে ৬ জন পুণ্যার্থী ও একজন পাইলট ছিলেন।