এনকাউন্টারে ৮ নকশাল নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী সাই

রায়পুর, ২৪ মে (হি.স.) : ছত্তিশগড়ের নারায়ণপুর-বিজাপুর জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে ৮ জন নকশাল নিহত হয়েছে।
এই সাফল্যে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই শুক্রবার তার ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, নিরাপত্তা বাহিনী অবশ্যই দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। তার সাহসিকতাকে সালাম জানাই। আমাদের সরকার নকশালবাদের বিরুদ্ধে শক্তভাবে লড়াই করছে। আমাদের লক্ষ্য রাজ্য থেকে নকশালবাদকে নির্মূল করা।
প্রসঙ্গত সীমান্ত এলাকায় সংঘর্ষে আটজন ইউনিফর্ম পরা নকশাল নিহত হয়েছে। নারায়ণপুর পুলিশ দুই নকশালবাদীর মৃতদেহ ও অস্ত্র উদ্ধার করেছে। দান্তেওয়াড়া পুলিশ ইউনিফর্ম পরা পাঁচ নকশালবাদীর মৃতদেহ উদ্ধার করেছে। শুক্রবার সকালে এমনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আরও এক নকশালের মৃতদেহ। সবমিলিয়ে মোট নিহত নকশালের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এছাড়াও ৮টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুর-বিজাপুর-দান্তেওয়াড়া জেলার সীমান্তে অবুঝমাদ জঙ্গলে মাওবাদী উপস্থিতির খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল অভিযান চালায়। সেই সময় মাওবাদীরা গোপনে থেকে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালালে তারাও পালটা জবাব দেয়। শুক্রবার সকালে এসপি (দান্তেওয়াড়া) গৌরব রাই বলেছেন, গতকালের এনকাউন্টারে মোট ৮ নকশালের মৃত্যু হয়েছে এবং বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র এবং অন্যান্য অবৈধ সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *