ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত। সর্বশেষ দু দলের মধ্যে খেলা হয়েছিল সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন ক্লাব লীগে। হার্ভে ও চলমান সংঘের ম্যাচ। ১০ দিনের ব্যবধানে আগামীকাল থেকে টি আই টি গ্রাউন্ডে ফের দু দল পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে। এবার এ ডিভিশন সুপার ফোরের লড়াই। দুদিনের ম্যাচ। প্রতি দলের জন্য ২ ইনিংসের খেলা। লীগের ম্যাচে কিন্তু হার্ভে বিশেষ করে রোহিত ঘোষের অনবদ্য পারফরম্যান্সে ৪৮ রানের ব্যবধানে চলমান সংঘকে পরাজিত করেছিল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সুবিধা নিয়ে হার্ভে ৪৪ ওভারে ২১৭ রানে ইনিংস শেষ করলে, জবাবে চলমান সংঘ ১৬৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয় ৪২.৪ ওভার খেলে।
এদিকে, আগামীকাল থেকেই এ ডিভিশন সুপার ফোর-এর অপর খেলায় কসমোপলিটন ও পোলস্টার পরস্পরের মুখোমুখি হচ্ছে। ম্যাচটি পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। ১৪ দিন আগে লীগের ম্যাচে কিন্তু কসমোপলিটন বিশেষ করে শংকর পালের অনবদ্য পারফরম্যান্সে ১২৫ রানের বড় ব্যবধানে পোল ষ্টার ক্লাবকে পরাজিত করেছিল। যদিও বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ডিএলএস পদ্ধতিতে হিসেব-নিকেশ করতে হয়েছিল। প্রথমে ব্যাটিংয়ের সুবিধা পেয়ে কসমোপলিটন সীমিত ২০ ওভারে ১৯৪ রানে ইনিংস শেষ করলে, জবাবে পোস্টার ১৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল।