নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ মে: আবারো সোনামুড়া থানার পুলিশের হাতে গাঁজা সহ আটক গাঁজা কারবারি। জানা গেছে বৃহস্পতিবার রাতে সোনামুড়া থানার পুলিশ অন্যান্য দিনের মতো খেদাবাড়ি এলাকায় যানবাহন চেকিং করছিল।
সেই সময় টি আর ০৩ এন ০৪২১ নম্বরের একটি মারুতি গাড়ি আসতেই পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ গাড়িটিকে আটক করে গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ২৩ প্যাকেটের মোট ৮৫ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে ।তার সাথে গাঁজা কারবারি তথা গাড়ি চালক জিতেন্দ্র জমাতিয়া এবং তার সহযোগী ফিজু জমাতিয়াতে আটক করে । গাড়ি এবং উদ্ধারকৃত গাঁজা সহ থানায় নিয়ে আসে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে সোনামুড়া থানার পুলিশ এন ডি পি এস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।