ত্রিপুরা সফরে আসলেন আরএসএস প্রধান

আগরতলা, ২৩ মে: ত্রিপুরা সফরে আসলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এদিন বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে গিয়েছেন খয়েরপুর স্থিত সেবাধামে।

জানা গিয়েছে, ৬ দিনের জন্য ত্রিপুরা প্রবাসে এসেছেন মোহন ভাগবত।