BRAKING NEWS

দিল্লি সবকটি লোকসভা আসনেই জিতবে ইন্ডি জোট, ভোটপ্রচারে দাবি জে পি আগরওয়ালের

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): দিল্লি সবকটি লোকসভা আসনেই জিতবে ইন্ডি জোট। বৃহস্পতিবার সকালে ভোটপ্রচারে বেরিয়ে এমনই দাবি করলেন দিল্লির চাঁদনি চক লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী জে পি আগরওয়াল। তাঁর কথায়, মুদ্রাস্ফীতি ও বেকারত্বের কারণে জনসাধারণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

দিল্লিতে আগামী ২৫ মে ভোট, নির্বাচনী প্রচারের একেবারে অন্তিম পর্যায়ে বৃহস্পতিবার সকালে দিল্লির কেশবপুরম এলাকায় ভোট প্রচার করেন চাঁদনি চক লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী জে পি আগরওয়াল। মানুষের মন জয়ের চেষ্টা করেন তিনি। জে পি আগরওয়াল এদিন বলেছেন, ”নির্বাচনের সময়, আপনি বাইরে যাবেন এবং মানুষের সঙ্গে দেখা করবেন এটাই তো স্বাভাবিক। আমি এখানে এসেছি, সেই জন্য… এখন মুদ্রাস্ফীতি ও বেকারত্বের জন্য মানুষ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রয়েছেন। জনসাধারণ পরিবর্তন দেখতে চায়। নির্বাচনে আমি এটা প্রত্যক্ষ করতে পারছি। দিল্লির সবকটি আসনেই জয়ী হবে ইন্ডি জোট।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *