দক্ষিণ শালমারা (অসম), ২৩ মে (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত টাকিমারি এলাকায় পুলিশ বাহিনীর ওপর হামলা চালিয়েছে শতাধিক গরু মাফিয়া। ঘটনা আজ বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ শালমারা থানাধীন টাকিমারি গ্রামে সংগঠিত হয়েছে।
আজ দক্ষিণ শালমারা থানা সূত্ৰে জানা গেছে, ভোররাত প্রায় দুটা নাগাদ প্ৰায় ২০টি গরু ও মহিষ আটক করেছিল পুলিশ। তখন শতাধিক গো-মাফিয়া ১৪/১৫ সদস্যের পুলিশ বাহিনীর ওপর হামলা করে বসে। আত্মরক্ষার খাতিরে পুলিশ গুলি চালায়। গো মাফিয়ারাও গুলির প্রত্যুত্তর গুলিতেই দেয়। এতে দীনদয়াল শৰ্মা নামের একজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন, জানিয়েছে সূত্রটি।
এদিকে পুলিশের ওপর হামলা চালিয়ে চোরাকারবারিরা আটক সব গরু ও মোষ কেড়ে নিয়েছে। তবে হামলাকারী এক গো মফিয়াকে পুলিশ পাকড়াও করেছে বলে জানা গেছে। ধৃত গরু মাফিয়াকে দক্ষিণ শালমারা থানা এলাকার টাকিমারি গ্রামের সয়নাল হক বল শনাক্ত করেছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্ৰ করে আজও দক্ষিণ শালমারা-মানকাচর জেলায় চাপা উত্তেজনা বিরাজ করছে।