এএপি কখনই প্রতিশ্রুতি পূরণ করেনি, এখন কংগ্রেসের ”বি” টিম হিসেবে কাজ করছে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): আম আদমি পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রবীণ বিজেপি নেতা তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার দিল্লির দ্বারকায় আয়োজিত এক নির্বাচনী সভায় রাজনাথ সিং বলেছেন, “এএপি কখনই নিজেদের প্রতিশ্রুতি পূরণ করেনি, আর এখন কংগ্রেসের ”বি” টিম হিসেবে কাজ করছে।”

আগামী ২৫ মে দিল্লির সবকটি লোকসভা আসনে ভোট, তার আগে বৃহস্পতিবার দ্বারকা এলাকা নির্বাচনী জনসভা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি কেজরিওয়ালকে আক্রমণ করে বলেছেন, “তিনি (কেজরিওয়াল) নিজের গুরু আন্না হাজারের সঙ্গে প্রতারণা করেছেন, তাহলে তিনি কীভাবে দিল্লির মানুষের আস্থা অর্জন করবেন?… এএপি নিজেদের প্রতিশ্রুতি পূরণ করেনি। যে দিল্লি সরকার মহিলাদের নিরাপত্তা দিতে পারেনি, তাঁদের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই…এখন তাঁরা ইন্ডি জোটে কংগ্রেসের ”বি” দল হিসেবে কাজ করছে।”