অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন বাংলাদেশী নাগরিক আটক

আগরতলা, ২২ মে : আবারো অবৈধ অনুপ্রবেশের দায়ে আগরতলা রেলস্টেশন থেকে দুইজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে জিআরপি। তাঁদের কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে প্রতিনিয়ত বহিঃরাজ্যে আদান প্রদান হচ্ছে গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী। তেমনি অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বহিঃরাজ্যে পারাপারের জন্য আগরতলা রেলস্টেশনকে ব্যবহার করে থাকে। যা রাজ্য সহ দেশের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে খুবই বিপদজনক। গতকাল সন্ধ্যায় এমনই ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে। বিএসএফের কড়া নজরদারি ফাঁকি দিয়ে সীমান্ত ডিঙিয়ে অনুপ্রবেশ গভীর উদ্বেগের বলে জনসাধারণের চর্চায় উঠে এসেছে।

জনৈক পুলিশ আধিকারিক, গতকাল বিকালে আগরতলা রেলস্টেশনে চেকিং করার সময় সন্দেহভাজন একজন মহিলা ও পুরুষকে আটক করেছে পুলিশ। তাদের সকলকে রেলস্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশের সন্দেহ হয়। প্রথমে তাদের গন্তব্য কোথায় জিজ্ঞেস করা হলে দুইজনের বয়ানে অসংলগ্নতা পাওয়া যায়। তখনই তাদেরকে আটক করে জিআরপি থানায় নিয়ে গিয়েছে। পরবর্তী সময়ে তাঁরা বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেছেন। আজ তাঁদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *