কলকাতা, ২২ মে (হি. স.) : কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি। তার জেরে বুধবার বাতিল হলো জে পি নাড্ডার ৩টি জনসভা। বড়বাজার, বারাসত এবং বন্দর এলাকায় তিনটি জনসভা ছিল তাঁর। বুধবার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও নামতে পারেনি তাঁর হেলিকপ্টার। তাই সভা বাতিল বলেই জানানো হয় বিজেপির তরফে।
বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ৩টি সভা করার কথা ছিল বাংলায়। বড়বাজারে সত্যনারায়ণ পার্কে সভা ছিল। বারাসতেও সভা ছিল তাঁর। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বন্দর এলাকাতেও আরেকটি সভা করার কথা ছিল। বেলা বাড়তেই কালো মেঘে আচমকা মুখ ঢাকে আকাশ। শুরু হয় অঝোর বৃষ্টি। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। তার ফলে নাড্ডার কপ্টার নামতে সমস্যা হয়। আবহাওয়া খারাপ থাকায় বাতিল হয়ে যায় জে পি নাড্ডার তিন সভা।