উত্তর ২৪ পরগনা, ২২ মে (হি. স.): বিজ্ঞাপন নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ফের দিলেন মানহানির মামলা করার হুঁশিয়ারি। আর যদি অভিযোগ প্রমাণ করতে না পারে তবে ১০০০ কোটি টাকা আদায় করে তা জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার কথাও বলতে শোনা গেল তাঁকে।
বুধবার খড়দায় সৌগত রায়ের সমর্থনে সভা করতে এসে জনতার উদ্দেশে মমতা বলেন, ‘দেখলেন সংবাদমাধ্যমে কী ধরনের বিজ্ঞাপন দেওয়া হল! আদালতের রায় বলে দিয়েছে, এর থেকে নিম্নমানের আর কিছু হতে পারে না। এটা অন্যায়, এই ধরনের বিজ্ঞাপন করা যাবে না।”
মমতা বলেন, “যারা এসব বিজ্ঞাপন করেছে, তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে মানহানির মামলা করব। আমি ১ পয়সাও কারও খেয়েছি, তা তথ্য দিয়ে প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে না পারলে আমাকে ১ হাজার কোটি টাকা দিতে হবে। আমি জনগণকে দিয়ে দেব। রায় আমি পেয়ে গিয়েছি। এবার খেলাটা আমার হবে।’’
প্রসঙ্গত, কিছুদিন আগেও এই বিষয়ে সরব হন তৃণমূল নেত্রী। কয়েকদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক সভায় অংশ নিয়ে মমতা বলেন, ‘রোজ বলছে তৃণমূল চুরি করেছে, কোথায় চুরি করেছে? কার পকেটে চুরি করেছে? চুরি করেছে তার প্রমাণ কোথায়? আমি মানহানির মামলা নিয়ে আদালতে যাচ্ছি। রোজ উলটোপালটা বলা! এবার আমি নিজে মামলা করছি। আমি আর ছাড়ার পাত্রী নই, ভালো করে ধরব।’ আর এদিন খড়দার সভা থেকে এই বিষয়ে আরও বড় মন্তব্য করলেন তিনি।