বালুরঘাট, ২১ মে (হি.স.) : চিকিৎসায় গাফিলতির অভিযোগে সদ্যোজাত শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠল বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল থেকে এই অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবারের সদস্যরা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বালুরঘাট থানার পুলিশ। এনিয়ে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মৃত শিশুর পরিবার। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গিয়েছে, গত ১৯ মে কন্যাসন্তানের জন্ম দেন বালুরঘাট ব্লকের নাজিরপুর যশাহারের বাসিন্দা হাসি মুন্নারা খাতুন(৪০)। অভিযোগ, সিজার করার কথা থাকলেও নর্মাল ডেলিভারি করা হয়। যার ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এনিয়ে বারবার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলেও পরিবারের লোকদের সঙ্গে কথা বলতে দেয়নি হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এমনকি শিশুর পরিবারের সঙ্গে হাসপাতালের কর্মীরা খারাপ ব্যবহার করেছে বলে অভিযোগ। শিশু অসুস্থ হয়ে পড়ায় তাকে এসএনসিইউতে ভর্তি করা হয়। গতকাল রাতে সদ্যোজাত শিশুর মৃত্যু হয়। আজ বিষয়টি জানতে পেরে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবারের সদস্যরা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ