BRAKING NEWS

চ্যালেঞ্জ করে কোর্টে যাব’, কমিশনের সেন্সর নিয়ে পাল্টা হুঁশিয়ারি অভিজিতের

কলকাতা, ২১ মে (হি. স.): তমলুকের বিজেপি প্রার্থীকে ২৪ ঘণ্টার জন্য সেন্সর করেছে কমিশন। মঙ্গলবার বিকেল ৫ থেকে বুধবার বিকেল ৫ পর্যন্ত প্রচার করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাল্টা জবাব দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী। ‘চ্যালেঞ্জ করে কোর্টে যাব’, কমিশনের সেন্সর নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন, ‘আমি যে উত্তরটা দিয়েছিলাম তাতে পরিষ্কার করে দিয়েছিলাম কোন পরিপ্রেক্ষিতে ওই কথা বলা হয়েছিল। দ্বিতীয়ত, আমি বলেছিলাম, যেহেতু প্রচারের মধ্যে আছি, যদি প্রয়োজন হয় তাহলে সাপ্লিমেন্টারি উত্তর দেওয়ার অধিকার রিজার্ভ রাখলাম। তৃতীয়ত, এই সম্পর্কিত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটা অপারচুনিটি অফ হিয়ারিং দেওয়া হয়, তাও বলেছিলাম। নির্বাচন কমিশন তিনটের কোনওটাই করেননি।

অভিজিৎবাবু বলেন, “উল্টে যা লিখেছেন তাতে আমারই মানহানি করে বসেছেন। এটা আমি খুব সিরিয়াসলি নিচ্ছি। কারণ সমাজে শুধু অন্য লোকের মান আছে, রেখা পাত্রের বা আমার নেই, তা তো নয়। সেই কারণে আপাতত আমি নির্বাচন কমিশনকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে একটা চিঠি পাঠিয়েছি। তাতে লাভ না হলে উপযুক্ত সময়ে আদালতে যাব। কারণ এই নির্দেশ যেভাবে আমার মানহানি করল, কোনওভাবেই সেটা আমি মেনে নেব না।’

প্রকাশ্য সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথার জন্য অভিজিৎকে গত ১৭ মে নোটিস পাঠিয়েছিল কমিশন। জানিয়েছিল, বিজেপি প্রার্থী জবাব না দিলে এক তরফা পদক্ষেপ করা হবে। সোমবার কমিশনকে জবাব দিয়েছিলেন অভিজিৎ। সেই জবাব খতিয়ে দেখেছে কমিশন।

সূত্রের খবর, জবাব পড়ার পরেও তাদের মনে হয়েছে, ‘কুরুচিকর ভাবে ব্যক্তি আক্রমণ’ করেছেন অভিজিৎবাবু। আর তা করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *