আগরতলা, ২১ মে: সিএএ- এর বিরোধিতায় আজ মহাকরণে রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহার নিকট ডেপুটেশন প্রদান করে আদিবাসী কংগ্রেস।
আদিবাসী কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া বলেন
প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের আবেদনের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলে রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বঞ্চিত হতে থাকবে। তখন চাকুরী, জিডিপি সহ এডিসি এলাকায়ও নিজেদের ভাগ বসাবে। কারণ, কেন্দ্রীয় সরকার থেকে বিজ্ঞপ্তিতে সিএএ এডিসি এলাকায় লাগু হবে বললেও ভবিষ্যৎ তাঁরা ওই এলাকায় ভাগ বসাবে না তার কি গ্যারান্টি রয়েছে।
তাই রাজ্যে কোনোভাবেই সিএএ লাগু করা যাবে না। কারণ, সিএএ লাগু হলে জাতি জনজাতি সব সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, বলে আশা ব্যক্ত করেন তিনি।