কুল্লু, ২০ মে (হি. স.) : নির্মন্দ থানা এলাকায় গাছ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
জেলার পুলিশ সুপার, সোমবার এক ব্যক্তি চেরি ফল তুলতে গিয়ে হঠাৎ গাছ থেকে পড়ে যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মৃত নির্মন্দ জেলার কুল্লু গ্রামের বাসিন্দা শের সিং (৫৫) ।