ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়। নিয়ম রক্ষার ম্যাচে সান্তনার জয় পেয়েছে মহাত্মা গান্ধী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল। হারিয়েছে প্রাচ্য ভারতী স্কুলকে। টিসিএ আয়োজিত সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেটে সোমবার বামুটিয়ায় তালতলা স্কুল মাঠে ম্যাচ শুরুতে ঘন্টাখানেক দেরি হওয়ায় ওভা সংখ্যা কমিয়ে ১১ করা হয়। মহাত্মা গান্ধী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো প্রাচ্য ভারতী স্কুলকে। টস জিতে প্রাচ্য ভারতী দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৫০ রান। মন্দ আবহাওয়ার কারণে ২০ ওভারের ম্যাচ আগেই কমিয়ে ১১ ওভারে করা হয়। ব্যাটে প্রাচ্য ভারতীর হয়ে দিদার আলী ১১, অর্ঘদূত দত্ত ৯, আতিকুল ইসলাম ৯, অঙ্কুর দেবনাথ ৮ রানে অক্ষত থাকে। অতিরিক্ত ভরসা যোগায় ১২ রানের। বোলিংয়ে মহাত্মা গান্ধী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের হয়ে অনিমেষ সরকার ২টি এবং একটি করে উইকেট নেয় নন্দ দুলাল রায় ও দীপ শীলরা। পাল্টা খেলতে নেমে মহাত্মা গান্ধী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল ৫.২ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে অনিমেষ সরকার ১৩, চয়ন পাল নট আউট ২৩ ও দীপ শীল ৬ রানে অক্ষত থেকে দলকে এই জয় এনে দিতে সক্ষম হলো। এই জয়ে অতিরিক্তের ভরসা ১১ রান। বলে-ব্যাটে ভালো খেলার স্বীকৃতি হিসেবে অনিমেষ সরকার পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।