নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চারজন। ঘটনাটি ঘটেছে সোমবার তীর্থমুখ রামভদ্র এলাকায়।
তীর্থমুখ এলাকা থেকে একটি বাইকে করে তিনজন যুবক একসঙ্গে আসছিল, অপরদিক থেকে অন্য এক বাইক আরোহী আসলে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় দুটি বাইকে থাকা মোট চারজন। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে তারা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন একজন, বাকি তিনজন অল্পবিস্তর আহত হয়েছেন বলে খবর। এক বাইকে তিনজন আরোহী থাকায় নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত।