নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: স্মার্ট সিটির কাজের বিরুদ্ধে অভিযোগ তুললেন স্থানীয়রা। ঘটনাটি রাজধানীর ৭৯ টিলা এলাকায়। এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে এলাকাবাসীদের অভিযোগ খুবই নিম্নমানের কাজ হচ্ছে এলাকায়। হাত দিলেই উঠে যাচ্ছে ঢালাই করার ইট গুলি। এমনই অভিযোগ রয়েছে স্থানীয়দের। বিষয়টি ঠিকাদারের নজরে নিয়ে গেলেও ঠিকাদার গোটা ঘটনাকে অস্বীকার করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
ঘটনার বিবরণের প্রকাশ স্মার্ট সিটির আওতাধীন ৭৯ টিলার এলাকায় নির্মাণের কাজ চলছে। তবে এলাকাবাসীদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের কাজ চলছে, স্মার্ট সিটি প্রজেক্ট এর আওতায়। ঠিকেদারদের এই বিষয়ে এলাকাবাসীরা জানালেও তিনি গোটা ঘটনাটি অস্বীকার করেছেন। মাত্র দুই বস্তা সিমেন্ট দিয়েই গোটা ড্রেন নির্মাণের কাজ করে যাচ্ছেন ঠিকাদার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জানালেন এলাকাবাসীরা। উনার দাবি হাত দিলেই উঠে যাচ্ছে ইটগুলি। নির্মাণ করার কিছুদিন পরেই এই ট্রেন পুনরায় ভেঙে পড়বে বলে দাবী এলাকাবাসীর। তখন বর্ষার মধ্যে দুর্ভোগ পোহাতে হবে তাদেরকে। তাই এলাকার উন্নয়নে সরকারি টাকার আত্মসাৎ না করে সঠিকভাবে স্মার্ট সিটির কাজ সম্পন্ন করার দাবী জানিয়েছেন এলাকাবাসীরা। না হলে আন্দোলনে নামবেন বলেও হুশিয়ারি দিলেন তারা।