নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ মে: ধর্মনগরের পরিস্থিতি এখন এতই খারাপ যে আবালবৃদ্ধবনিতা পর্যন্ত রাতের পাহারাতে ব্যস্ত। ধর্মনগরের চোরের উপদ্রব এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষ আর থানা পুলিশের উপর আস্থা রাখতে পারছে না। তাই থানার ১০০ মিটারের মধ্যে অগ্নি নির্বাপক বাহিনীর ঠিক পেছনের গলিতে মানুষ রাত জেগে পাহারা দিতে শুরু করেছে। এই পাহারাতে শহরের আবাল বৃদ্ধ বনিতা যোগদান করেছে বলে এলাকাবাসীর অভিমত।
এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে সাধারণ মানুষ একেবারেই পুলিশের উপর আস্থা রাখতে পারছে না। প্রতিদিন চুরির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি ডাকাতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে ডাকাতি বা চুরি হলে তা রেকর্ড বুকে লিখে রাখতে হতো। এখন প্রতিনিয়ত হওয়ায় সাধারণ মানুষ রেকর্ড বুকে লিখা দূরের কথা নিজেরা লাঠি নিয়ে টর্চ নিয়ে নিজেদের ঘর সামলাতে ব্যস্ত। এক বিচিত্র অভিজ্ঞতার শিকার ধর্মনগর শহর।
এখন এই অভিজ্ঞতার শিখরে উঠে কাজ করছে এলাকার মহিলারাও। প্রত্যেকের দ্বারাও তো প্রতিদিন পাহারা দেওয়া সম্ভব নয় তাই কিছু পরিমাণ কাজ কমাতে মেয়েরাও এগিয়ে এসেছে নিজেদের ঘর রক্ষা করতে।