নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ মে: ভোর রাতে ঘুমন্ত অবস্থায় তিন সন্তানের জননীকে ধারালো অস্ত্র দিয়ে দিয়ে কন্ঠ নালী কেটে হত্যা করল স্বামী। ঘটনার পরই হত্যাকারী স্বামী তৌর আলী পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গৌরনগর ব্লকের সীমান্ত গ্রাম লাটিয়াপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে।
জানা যায় তৌর আলী এবং তার স্ত্রী নিসপা বেগমের(৩৫) মধ্যে প্রায়ই ঝগড়া ঝাটি লেগেই থাকত। এর মধ্যে নিসপার একটি অপারেশন হয়। অপারেশনের জন্য কোন টাকা-পয়সা স্বামী দেয় নি বলে অভিযোগ। নিসপা বেগম তার বাপের বাড়ী থেকে টাকা আনে। এনিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এদিকে তাদের তিন ছেলে সন্তানও রয়েছে। বড় ছেলে বিদেশ থাকে। শনিবার রাতে দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া ঝাটি হয়। ভোর রাত তিনটার সময় তৌর আলী ধারালো রাম চাকু দিয়ে নিসপা বেগমের কন্ঠ নালী কেটে তাকে হত্যা করে।পাশে ঘুমিয়ে ছিল তাদের আরো দুই ছোট ছোট সন্তান। তাছাড়া তারা পরস্পরের প্রতি সন্দেহ বাতিক ছিল। এই হত্যা কান্ড সংঘটিত করে তৌর আলী পালিয়ে যায়।
ভোর হলে বাড়ীর মানুষজন জেগে উঠে এই ঘটনা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে লোকজন এসে ইরানি থানায় খবর দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আসেন এসডিপিও জয়ন্ত কর্মকার। ছুটে আসেন এডিশন্যাল এসপি সহ উচ্চপদস্থ পুলিশের কর্মকর্তারা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যদিও হত্যাকারী তৌর আলীর টিকির নাগাল পায়নি পুলিশ। তাকে ধরতে জাল বিস্তার করেছে পুলিশ। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।