টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত সহ গ্রুপ ‘এ’ র দলগুলোর স্কোয়াড

কলকাতা, ১৯ মে (হি. স.):এসে গেল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ২ জুন মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ, ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জুন। চার গ্রুপে মোট ২০টি দল লড়াই করবে ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণের নবম আসরটিতে।
প্রতিটি দল চূড়ান্ত স্কোয়াডে রাখতে পারবে ১৫ জন করে ক্রিকেটার। গত ১ মে ছিল আইসিসিকে খেলোয়াড়দের নাম জমা দেওয়ার শেষ দিন। তবে আগামী ২৫ মে পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই পরিবর্তন আনা যাবে দলে। আজ থাকছে গ্রুপ ‘এ’ স্কোয়াড:
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, সঞ্জু স্যামসন, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
রিজার্ভ খেলোয়াড়:
শুবমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান।
কানাডার স্কোয়াড:
সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, ডিলন হেইলিগার, দিলপ্রিত বাজওয়া, হার্শ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকি, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনিত ঢালিওয়াল, নিকোলাস কারটন, পরগত সিং, রবিন্দরপাল সিং, রাইয়ানখান পাঠান ও শ্রেয়াস মোভা।
রিজার্ভ খেলোয়াড়:
আম্মার খালিদ, তাজিন্দর সিং, আদিত্য বরধরাজন, পারভিন কুমার এবং যতিন্দর মাথারু।
যুক্তরাষ্ট্রের স্কোয়াড:
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ফন শ্যালকউইক, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর।
রিজার্ভ খেলোয়াড়:
গজানন্দ সিং, হুয়ানয় ড্রাইসডেল ও ইয়াসির মোহাম্মদ।
আয়ারল্যান্ডের স্কোয়াড:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ড্রু ব্যালবার্নি, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।
পাকিস্তানের স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, আজম খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, সাইম আইয়ুব, ইফতিখার আহমেদ, আবরার আহমেদ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি ও হারিস রউফ।
রিজার্ভ : সালমান আলী আগা, হাসান আলী ও ইরফান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *